Headlines
Loading...
O Moushumi (  ও মৌসুমি ) lyrics the Attempted Band ||

O Moushumi ( ও মৌসুমি ) lyrics the Attempted Band ||

O Moushumi song by the Attempted Band:




O Moushumi is the second single released from the album "Agoon O Moushumi" by the Attempted Band, based on a story in Dhaka's Green Road in the 90s, and in the song, a young Agoon waxes lyrical about his newfound love, Moushumi. The beautiful animated music video was made by the artist known as "Drippinked". 


The Attempted Band is:


Rushnaf Wadud: vocals

Jihan Saba: vocals

Jason Cammarata: bass

Imran Aziz: guitars, keyboards

Arafat Kazi: drums, vocals

Will Allen: horns


O Moushumi Song lyrics In Bengali:


(আগুণ)


ও মৌসুমি, পূর্ণিমা রাতে

তোমার আলো খুঁজেছি

খোলা শূন্যতায়, কবিতার পাতায়

তোমার নাম আমি লিখেছি।


ছায়ার আড়ালে, বন্ধ জানালায়

প্রতি নিঃশ্বাসে তোমাকে চেয়েছি

ও মৌসুমি, আছি এই আমি,

তোমাকে অজানায় ভালবেসেছি।


ও মৌসুমি, গিটারের তারে

তোমার কান্না আমি গেয়েছি

স্বপ্নতে দেখা মরুভূমি

তোমার হাসি খুঁজে পেয়েছি।


ও মৌসুমি, মাঝরাতের শেষে

সূর্য উঠে যায়

আমরা তাও আছি।।


ও মৌসুমি।

0 Comments:

Produk by Category