হিন্দু ধর্মীয় গান
Modhupuro Nagori ( মধুপুর নাগরি ) lyrics || Doharki ||
Modhupuro Nagori Song by Doharki:
- Song: Modhupuro Nagori
- Singer:- Doharki/দোহারকি [Puja Mondal, Pampa Mistry, Nabanita Chatterjee, Kuhali Malakar(Paul)]
- Padokarta:- Gobindodas
- Music & Lyrics: Biswarup Das(Traditional).
- Music Direction:- Dr.Tapan Roy
- Song Trainer:- Dr. Kankana Mitra
- Music Arrangment:- Soumyajyoti Ghosh.
- Musicians:- Biplab Mondal(shree Khol), Soumyajyoti Ghosh(Flute & Harmonium), Subhas Bose(Sitar), Sandipan Ganguly(Violin).Sourav Chakraborty(Key-Board), Alok Raychoudhury(percussion).
- Recordist:- Rabi Maji.
Modhupuro Nagori Song lyrics In Bengali:
মধুপুর নাগরি হাসি কহত ফিরি
গোকুলে গোপ গোঁয়ারী।
বড় গোয়ারিনী গো, গোকুলের গোপিনী,
স্বভাব দেখে মনে হয়।
সপ্তম দারে পারে রাজা বৈঠত
তাহাকাহা যাওবি নারী (মরি মরি)।।
দ্যুতি কহত হাসি তুহু নাহি জানসি
সোই ভকত ভগবান (আমাদের)।
রাইকো নাম শ্রবণে যব শুনবো
ছোড়ব রাজ বিছান (তোদের রাজা)।।
ওরে একডাকে আসবে,
আমায় যেতে হবে না সে
রাধা নাম কানে শুনলে,
রসময়ী রাধা নাম।।
কোথা বর নাগর গোপি জীবনধন
দ্যুতি ডাকত উহু রায়।
হৃদয়ক নাথ বাত শুনি কাতর
তুড়িতহি দ্যুতি পাশে ধায়।।
(বলে)কেবা ডাকে গো
রাধানাথ বলে,
মথুরায় এ নাম কেউ জানে না,
এ যে আমার ব্রজের নাম।।
দ্যুতিকো বদন হেরি পুছত সো
হরি
কিবা নাম কহত আমায়।
শুনিধনি তৈখনে বাতনা কহতহি
গোবিন্দদাস বলি যায়।।
(এখন) চিনবে কেন শ্যাম
মথুরায় রাজা হলে,
বাঁশি ছেড়ে দন্ড হাতে,
রাজা হলে মথুরাতে ।।
0 Comments: