Jibon Amar ( জীবন আমার ) lyrics | Tabib Mahmud | Rana Gully Boy | Bangla Rap Song | Deshi Hiphop
Jibon amar song by Tabib Mahmud & GullyBoy Rana:
Jibon amar song is sung by Tabib Mahmud & GullyBoy Rana.Jibon amar 2 Chakar Ghari Song lyrics In Bengali Hiphop Written By Tabib Mahmud.
Title - Jibon amar
Artists - Tabib Mahmud, GullyBoy Rana
Music Producer - Rakib Fuhat (Universal Multimedia)
Lyrics - Tabib Mahmud
Mix & Master - SubhRo Raha
Produced By - Rakib Fuhat
Director: Akash Haque
Edit & Color : Anoy Shohag
Music Label - Universal Multimedia
Jibon amar song lyrics In Bengali :
জীবন আমার দুই চাকার গাড়ি বোঝেনা তো মন
দুনিয়াদারি লোভ লালসায় ব্যস্ত সারাক্ষন
মিলেনা মিলেনা হিসাব অঙ্ক করে ভুল
মাঝ দরিয়ায় ভাসে জীবন পায়না ফিরে কূল
যাচ্ছে সময় উল্কা গতি আমরা মানুষ সুবিধাবাদী
আকাঁ বাকাঁ নদী চলে মহা সড়কের মত দুর্ঘটনায় বল কার কি ক্ষতি
মহা দংশনে অংশন ফাংশনে গোজামিল
হতাশার প্রোগামে সাময়িক রাজা ফিল
আমাকে ডেবায় দেখি তোমাকে ভাসায় আর
তোমাকে হাসায় দেখি আমাকে ভাবায়
আজ কেউ কারো জন্য না সাময়িক সন্ধিতে
ক্ষনিকের চুক্তিতে মন গড়া যুক্তিতে রাতের আসরে জমা আনন্দ ফন্দি
একটি খাচাঁর মাঝে পৃথিবীটা বন্দি
মেঠো পথ পাঁকা হল, বেলা শেষে বাড়ি হল, গাড়িটাও চলে এলো
প্রিয়জন বধু হল সময়ের সাথে সাথে মানুষ বদলে গেল,
বদলে যাওয়া যেন সময়ের প্রয়োজন
জীবন আমার দুই চাকার গাড়ি বোঝেনা তো মন
দুনিয়াদারি লোভ লালসায় ব্যস্ত সারাক্ষন
মিলেনা মিলেনা হিসাব অঙ্ক করে ভুল
মাঝ দরিয়ায় ভাসে জীবন পায়না ফিরে কূল
ভালোবাসি খেলতে,মাঝে মাঝে পড়তে, ভালোবাসি কার্টুন আকঁতে ও দেখতে
মন চায় পৃথিবীর দেশে দেশে ঘুরতে
একদিন ছুঁয়ে দিব হিমালয়ের চূড় আমি
সাত সমুদ্দুর পাড়ি দিয়ে জয়ী হব,
সবাইকে ভালোবেসে মহাপ্রেমি মাঝি হব
একটি জীবন হবে ঝামেলাবিহীন
আমি সেই জীবনের পাল তুলে মুসাফির হব,
জন্মে কেদেঁছি মৃত্যুতে হব চুপ,
বৃথা এ দুদিনের পরিচয় খ্যাতি রুপ,
এসেছি খালি হাতে চলে যাব বলে তাই
ভাগ্যে বিশ্বাস দুশ্চিন্তাটা নাই ,
নাই কোন সন্দেহ নাই কোন অবকাশ
লোভহীন মন টাই পৃথিবীর শক্তি,
লোভ লালসার ফাঁদে আটক মানুষ যত
মনের আজান্তে খাঁচাটায় বন্দি
জীবন আমার দুই চাকার গাড়ি বোঝেনা তো মন
দুনিয়াদারি লোভ লালসায় ব্যস্ত সারাক্ষন
মিলেনা মিলেনা হিসাব অঙ্ক করে ভুল
মাঝ দরিয়ায় ভাসে জীবন পায়না ফিরে কূল
0 Comments: