Headlines
Loading...
Chup Kore Tui ( চুপ করে তুই ) Lyrics || এই আমি রেনু || Monali Thakur || Ash King ||

Chup Kore Tui ( চুপ করে তুই ) Lyrics || এই আমি রেনু || Monali Thakur || Ash King ||

Chup Kore Tui Song By Monali Thakur & Ash King:



Chup Kore Tui Song is sung By Monali Thakur & Ash King From Ei Ami Renu. Chup Kore Tui Song Lyrics In Bengali Written by Rana Mazumder.


  • Song : Chup Kore Tui
  • Indian Bengali Film : Ei Ami Renu
  • Music & Lyrics: Rana Mazumder
  • Singers : Monali Thakur & Ash King
  • Music Programming & Arrangements: Lyton



Chup Kore Tui Song Lyrics In Bengali :


চুপ করে তুই, কেন ছিলি শুধুই 

মনে বেঁধে রেখে চুপকথা

আজ বলে দে সব বাধা কাটিয়ে

রাঙিয়ে এ বসন্ত বেলা 


বলতে চেয়েছি,ভয়ে মরেছি

আড়ালে তোকে কত দেখেছি

বলছে আকাশ, আর বাতাস 

তুই আমার। 


চুপ করে তুই, কেন ছিলি শুধুই 

মনে বেঁধে রেখে চুপকথা

আজ বলে দে সব বাধা কাটিয়ে

রাঙিয়ে এ বসন্ত বেলা 


এই ফাল্গুনে পলাশের আবিরে

রং গুলে তোকে সাজাই

তোর সুরভী অন্তরে বাহিরে

আজ আমায় কে আর পায় 


আমি পেয়েছি, বুকে বেঁধেছি

ছাড়বোনা তোকে, দিব্যি খেয়েছি

বলছে আকাশ, আর বাতাস 

তুই আমার


চুপ করে তুই, কেন ছিলি শুধুই 

মনে বেঁধে রেখে চুপকথা

আজ বলে দে সব বাধা কাটিয়ে

রাঙিয়ে এ বসন্ত বেলা.

0 Comments:

Produk by Category