Moheener Ghoraguli
Haay Bhalobashi ( হায় ভালোবাসি ) lyrics || Moheener Ghoraguli ||
Haay Bhalobashi Song By Moheener Ghoraguli:
- Song: Haay Bhalobashi (Bhalobashi jyosna-e kaashbonay ChhuTtay)
- Album: Shongbigno Pakhikul O Kolkata Bishayak (1977)
- Lyrics: Ranjon Ghoshal, Tapas Das (Bapi) and Tapesh Bandyopadhyay (Bhanu)
- Music: Tapas Das (Bapi) & Tapesh Bandyopadhyay (Bhanu)
- Vocals: Tapas Das (Bapi) & Tapesh Bandyopadhyay (Bhanu)
- Chorous: Goutam Chattopadhyay, Ranjon Ghoshal, Pradip Chattopadhyay & Biswanath Chattopadhyay
Haay Bhalobashi Song Lyrics In Bengali:
ভালোবাসি জ্যোৎস্নায় কাশবনে ছুটতে
ছায়া ঘেরা মেঠোপথে ভালোবাসি হাঁটতে
দূর পাহাড়ের গায়ে গোধূলীর আলো মেখে
কাছে ডাকে ধান খেত সবুজ দিগন্তে
তবুও কিছুই যেন ভালো যে লাগেনা কেন
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও
ভালো লাগে ডিঙ্গি নৌকায় চড়ে ভাসতে
প্রজাপতি বুনোহাঁস ভালো লাগে দেখতে
জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে
ভালোবাসি একমনে কবিতা পড়তে
যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে
শুধুই ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে
তখন ভালোলাগেনা লাগে না কোন কিছু
সুদিন কাছে এসো ভালোবাসি একসাথে আজ সব কিছু
ভালোবাসি পিকাসো বুনুয়েল দান্তে
বিট্ল্স্ ডিলান আর বেথোফেন শুনতে
রবিশঙ্কর আর আলি আকবর শুনে
ভালোলাগে ভোরে কুয়াশায় ঘরে ফিরতে।
0 Comments: