Headlines
Loading...
Hawar Name ( হাওয়ার নামে ) Lyrics By Mechanix(মেকানিক্স ) || Oporajeyo ( অপরাজেয় )||

Hawar Name ( হাওয়ার নামে ) Lyrics By Mechanix(মেকানিক্স ) || Oporajeyo ( অপরাজেয় )||

Hawar Name Song By Mechanix:


  • Title: Hawar Name ( হাওয়ার নামে )
  • Band: Mechanix ( মেকানিক্স )
  • Lyrics: Doyeedt Annahaal Pallab
  • Album: Oporajeyo ( অপরাজেয় )





Hawar Name Lyrics By Mechanix In Bengali Lyrics :


আলো দেখে কেমন আঁকড়ে ধরি,

তুমি তো সেই জলের ঈশ্বরী,

ডাকতে পাবো হাওয়ার নাম ধরে,

উড়তে থাকা পাতা, সংগোপনে যখন

তোমার হাওয়ার জল,


উড়ন-চন্ডী একলা পাতার দল,

নিয়ন এবং আলোর অশ্রু-পাত,

সহজ জলে ভিজতে থাকা একা,

হাওয়ার নামে তোমার সাথে দেখা,

ঘাসের সাথে কাঁদছে অন্ধরাত,

আমার জন্যে একলা থাকাই শ্রেয়,


তুমি বললে শুনছো হাওয়ার ডাক,

হাওয়া মানে তোমারই নামে নিরব,

ডুবতে থাকা শুন্যে চোখ রাখি,

নিয়ন এবং পাতার পথে আসবে,

আসতে পারো, একলা থাকি।

# সমাপ্ত #



0 Comments:

Produk by Category