
Fokir Lalon Shah
Lalongeeti
Dekhlam E Shongshar Bhojbaji ( দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার) lyrics || লালনগীতি ||
Dekhlam E Shongshar Bhojbaji - Lalongeeti:
Dekhlam E Shongshar Bhojbaji Prokar song by Tutul vero.Dekhlam E Shongshar Bhojbaji Prokar song lyrics in Bengali written by Fakir Lalon Shah.
- Song: Dekhlam E Shongshar Bhojbaji Prokar ( দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার)
- Singer: Tutul vero ( টুটুল ভেঁড়ো )
- Tune & Lyrics: Fakir Lalon Shah
Dekhlam E Shongshar Bhojbaji Prokar Song Lyrics in Bengali:
দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার
দেখতে দেখতে অমনি কেবা কোথা যায়।
মিছে এ ঘর-বাড়ি মিছে ধন টাকা-কড়ি
মিছে দৌড়াদৌড়ি করি কার মায়ায়।।
কীর্তিকর্মার কীর্তি কে বুঝিতে পারে
সে বা জীবকে নেয় কোথা ধরে
এ কথা আমি শুধাব কারে
নিগূঢ় তত্ত্ব অর্থ কে বলবে আমায়।।
যে করে এই লীলে, তারে চিনলাম না
আমি আমি বলি, আমি কোন্ জনা
মরি কী আজব কারখানা
গুণে পড়ে কিছু ঠাহর না রে হয়।।
ভয় ঘোচে না আমার দিবা-রজনী
কার সঙ্গে কোন্ দেশে যাব না রে জানি
দরবেশ সিরাজ সাঁই কয় বিষম কার গণি
পাগল হয় রে লালন যথায় বুঝতে চায়।।
.......সমাপ্ত.......
0 Comments: