Behula Song By Shunno Band:
Behula Song Is Sung By Emil From Shunno Bengali Band.Behula song Lyrics In Bengali written by Tanvir Chowdhury.
- Song: Behula
 - Band: Shunno
 - Emil - Vocal
 - Tune & Composition: SHUNNO
 - Michael - Bass
 - Labib - Drums
 - Ishmam - Guitar
 - Lyrics: Tanvir Chowdhury
 - Produced by: Shaker Raza
 - Animation: Antik Animated Studio
 
                                                                             
Behula Song Lyrics In Bengali:
ভাগ্য আমায় ছোবল মারে
রক্তে বিষের জ্বালা
তুমি আমার আধার রাতে
একশ তারার মালা
তোমার আমার এই কাহিনী
হাজার বছর ধরে
ভালোবাসার গান শোনাবে
প্রাচিন কোনো সুরে
(কোরাস)
ও বেহুলা
আমি মরলে আমায় নিয়া
ভাসাইও ভেলা।।
ছাইড়া গেল স্বজন সুজন
তুমি তবু পাশে
তোমার মতন এমন করে
আর কে ভালোবাসে
তোমার কায়া বড় মায়া
বটের ছায়া চোখে
আগলে রাখো বন্ধু আমায়
এই দুনিয়া থেকে
কালোমেঘে ডুবলো আকাশ
বজ্র হানাহানি
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি


0 Comments: