Taharat Song By Silver spoon:
Taharat Song By Silver Spon band from hatiar bengali album.Taharat Song lyrics in Bengali written by Saify Syed.
- Song: Taharat
- Band : Silver Spoon
- Album : Hatiar
- Lyric : Saify Syed
- Tune : Silver Spoon
- Label : G Series
Taharat Song lyrics in Bengali:
তুই, তোকে কি, বলে ডাকি, চলে গেলি, হাহাকার, হয়ে থাকিস আমার।
সব, সব বাকি, আয়োজন বৃথা, তুই ছাড়া, তোর ছায়া আর্তনাদ
ফিরে আয়, ফিরে আয়, বলে ডাকি, মুখ ঢাকি জন্ত্রনায়।
তবে তুই কি জানিস, সপ্নেও কাদি, তীব্রতায়।
তাহারাত, তাহারাত, বলে ডাকা, দিবি না ডাকতে আমায়।।
এভাবে এভাবে, দুরেও থাকতে পারিস,
অকারন টেলিফোন দিয়ে নাও জানতে পারিস।
তোর শহর, বিশ্ব ত্যাগে, দৃস্টির বাইরে আছিস,
বিলাপ করি, ধাধায় ফেলে, একবার ফিরে আসিস।
ফিরে আয়, ফিরে আয়, বলে ডাকি, মুখ ঢাকি জন্ত্রনায়।
তবে তুই কি জানিস, সপ্নেও কাদি, তীব্রতায়।
তাহারাত, তাহারাত, বলে ডাকা, দিবি না ডাকতে আমায়।।
0 Comments: