Prithibi ghumak song by Topu:
Prithibi Ghumak“(পৃথিবী ঘুমাক) Topu’s song, performing by Topu . Lyric, Tune Topu. Music by Rafa, This Bengali video song Directed by Topu & Timir Deb Nath.
- Song : Prithibi Ghumak (পৃথিবী ঘুমাক)
- Singer : Topu
- Lyric, Tune : Topu
- Produced, Mixed & Mastered by : Rafa
- Photography : Pinu Rahman
- Animation : Timir Deb Nath
- Language : Bangla
- Label : G Series
Prithibi lyrics in Bengali:
চেনা শহর জনশূন্য
পরিচিত গলিতে কেউ নেই এখনও
চাইলেই দেখা হতো একদিন
হয় না দেখার আর...
আকাশটা খুব নীলচ ভীষণ
আর বাতাস পরিষ্কার।
ছেঁড়া ফুলের বন্ধ দোকান
আকাশের শব্দে ভরছে না কান
দেখো পৃথিবী খুঁড়ার যন্ত্র ও যান
সব দাড়িয়ে চুপচাপ
পাখিরা সব আনন্দে ওরে আর
তোমার মন খারাপ
আমি বলি আজ থাক, আরো
কিছুদিন যাক
আর কিছুটা সময়,
তোমারইচ্ছে জমিয়ে রাখ
আমি বলি আজ থাক,
আরো কিছুদিন যাক
আরো কিছুটা সময়,
পৃথিবীর ঘুমাক
সাগরে যাব, পা ভেজাব
কবে আবারো, জানিনা।
আগের মত রোদ জড়াবো
ছায়ায় বসবো না।
বৃষ্টি হলেই,
আসছি বলেই তোমাকে পাওয়া
বন্ধুর ডাকে,
দেখব তাকে বাড়ি ফিরবো না
আমি বলি আজ থাক....
সবকিছু ঠিক হবে একদিন,
তুমি আমি ছাড়াও পৃথিবী রঙিন
বেঁচে আছে যা,
বাঁচিয়ে রাখার যুদ্ধ চলুক প্রতিদিন
বুক ভরা শ্বাস,
নীলচে আকাশ আর বাকি মূল্যহীন
আমি বলি আজ থাক..
0 Comments: