Nao Chariya De ( নাও ছাড়াইয়া দে ) lyrics ||Koushik Chakraborty||
Nao Chariya De Song By Koushik Chakraborty:
Shaari gaan is a traditional form of folk music in Bangladesh are usually sung by boatmen and other workers groups.It is common for Shaari gan to be sung during Nouka Baich competitions.It's a Chorus form of a Folk Music.
■ Original Song : Nao Chariya De
■ Lyrics & Compositon : Jasim Uddin
■ Main Artist : Abbas Uddin
■ Recreated By : Koushik & Friends
■ Album : Dikshunnopur (দি ক শূ ন্য পু র)
■ Performing Artists :
Koushik Chakraborty : Vocals
Arunangshu Bagchi : Montaar
Debangshu Bhattacharjee : Guitar
Deep Ghosh : Bass Guitar & Backing Vocals
Deepayan Maitra : Keyboards & Vocals
Aniruddha Mondal : Drums & Backing Vocals
■ Recorded By Koushik Chakraborty, Deepayan Maitra, Debangshu Bhattacharjee & Aniruddha Mondal
■ Mix & Master By Koushik Chakraborty At Studio Noizzone
■ Video Concept, Camera & Edit : Subham Chakraborty
■ Video Floor : Blooperhouse Studio
■ Artwork : Rounak Patra
■ Promotion : Noizzone
Nao Chariya De song lyrics in Bengali:
হায়রে, উরালি বিরালি বাওয়ে নাওয়ের বাদাম নড়ে
হায়রে, উরালি বিরালি বাওয়ে নাওয়ের বাদাম নড়ে
আথালি পাথালি পানি ছলাৎ...
আথালি পাথালি পানি ছলাৎ ছলাৎ চলে রে
আরে খল খলাইয়া হাইসা উঠে
বৈঠার হাতল চাইয়া হাসে, বৈঠার হাতল চাইয়া (হে)
নাও ছাড়াইয়া দে, পাল উড়াইয়া দে
ছলছলাইয়া চলুক রে নাও মাঝ-দইরা দিয়া
চলুক মাঝ-দইরা দিয়া (হে)
নাও ছাড়াইয়া দে, পাল উড়াইয়া দে
ছলছলাইয়া চলুক রে নাও মাঝ-দইরা দিয়া
চলুক মাঝ-দইরা দিয়া (হে)
ঢেউয়ের তালে পাওয়ের ফাঁকে নাওয়ের বাদাম কাঁপে
ঢেউয়ের তালে পাওয়ের ফাঁকে নাওয়ের বাদাম কাঁপে
দুরদুরাইয়া মাপে তুফান
রোজ তুফান মাপে, মাপে রোজ তুফান মাপে
তিরলি তিরলি কুলে ভ্রমর-ভ্রমরী খেলে রে
হায়রে, তিরলি তিরলি কুলে ভ্রমর-ভ্রমরী খেলে
বাদল উদালি খালে পানিতে জমিতে হেলে রে
আয়রে, ঝিলকিনকাইয়া খালর পানি নাচে থৈইয়া থৈইয়া
পানি নাচে থৈইয়া থৈইয়া (হে)
নাও ছাড়াইয়া দে, পাল উড়াইয়া দে
ছলছলাইয়া চলুক রে নাও মাঝ-দইরা দিয়া
চলুক মাঝ-দইরা দিয়া (হে)
নাও ছাড়াইয়া দে, পাল উড়াইয়া দে
ছলছলাইয়া চলুক রে নাও মাঝ-দইরা দিয়া
চলুক মাঝ-দইরা দিয়া (হে)
মাঝ-দইরা দিয়া
চলুক মাঝ-দইরা দিয়া (হে)
শামলি ধানের শ্যামলা বনে হইলদা পঙ্খি ডাকে
শামলি ধানের শ্যামলা বনে হইলদা পঙ্খি ডাকে
চিকমিকাইয়া হনুর তুফান সইষ্যা ক্ষেতের ফাঁকে ফাঁকে
সইষ্যা ক্ষেতের ফাঁকে
সোনালি রূপালি রঙে রাঙা হইলো নদী
আয়রে, সোনালি রূপালি রঙে রাঙা হইলো নদী
মিতালী পাতাইতাম মুই মনের মিতা পাইতাম যদি রে
আয়রে, ছলছলাইয়া চলুক রে নাও মাঝ-দইরা দিয়া
চলুক মাঝ-দইরা দিয়া (হে)
নাও ছাড়াইয়া দে, পাল উড়াইয়া দে
ছলছলাইয়া চলুক রে নাও মাঝ-দইরা দিয়া
চলুক মাঝ-দইরা দিয়া (হে)
নাও ছাড়াইয়া দে, পাল উড়াইয়া দে
ছলছলাইয়া চলুক রে নাও মাঝ-দইরা দিয়া
চলুক মাঝ-দইরা দিয়া (হে)
মাঝ-দইরা দিয়া
চলুক মাঝ-দইরা দিয়া (হে)
মাঝ-দইরা দিয়া
চলুক মাঝ-দইরা দিয়া (হে)
মাঝ-দইরা দিয়া
চলুক মাঝ-দইরা দিয়া
0 Comments: