Headlines
Amar Chalaki ( আমার চালাকি  ) Lyrics || Anupam Roy ||

Amar Chalaki ( আমার চালাকি ) Lyrics || Anupam Roy ||

Amar Chalaki Song By Anupam Roy:



Amar Chalaki​ Song Is Sung by Anupam Roy.Amar Chalaki​ lyrics in Bengali written by Anupam Roy.


Song: Amar Chalaki​

Singer: Anupam Roy

Lyrics: Anupam Roy

Releasing date:12th February

Label: SVFMusic




Video Credits :

Cast : Arjun Chakraborty, Madhumita Sarcar

Director - Sudipto Roy

DoP - Adris Halder

Concept - Riya Deb Roy

Executive Producer - Soumalya Chatterjee

Line Producer - Ujjwal Jain

Art Director - Mrittika Mukherjee

Editor - Pabitra Jana

Colorist - Amir Mondal

VFX - Abhijit Bera

Assistant Director / Sound Recordist - Deeptaroop Basu

Produced By - Chilekotha Films

Amar Chalaki Song lyrics in Bengali:


যদি তোমার কথা লিখি 

তুমি শুনতে চাইবে কি?

তুমি ভাবো আমার চালাকি, 

যদি তোমার কথা লিখি 

তুমি শুনতে চাইবে কি?

তুমি ভাব আমার চালাকি।


পরিধির বাইরে আমি  

হাঁটছি দেখো আমার সাহস,

এতো ভুল মানুষ করে 

তবু যেন সব আমারি দোষ। 

আমি কি এতই খারাপ মন্দ বাজে?

লাগবে না আমাকে কি কোনো কাজে?

লাগবে না আমাকে কি কোনো কাজে?

হুঁ.. হুঁ...


যদি তোমার জলে নামি 

তুমি পুলিস ডাকবে কি?

এতো নয় আমার চালাকি, 

যদি তোমার জলে নামি 

তুমি পুলিস ডাকবে কি?

এতো নয় আমার চালাকি।


আলাপের দিন গুলোতে 

দেখতে পেলেই সোনার মোহর,

বেরসিক পাচ্ছি এখন

যখন তখন তোমার খবর। 

তাই কি ওই যে বাসের জানলা ধারে 

রুমালে মুছলে দু'চোখ কান্না বাড়ে,

রুমালে মুছলে দু'চোখ কান্না বাড়ে। 

হুঁ.. হুঁ...


তোমাকে কি দেখতে পারি 

লালপাড় সাদা শাড়ি?

আমার কি ইচ্ছে করে না?

ওড়া প্রেম হলুদ ধোঁয়া

আমি খুব ফালতু গোঁয়ার 

কিছুতেই থামতে জানি না। 


পরিধির বাইরে আমি  

হাঁটছি দেখো আমার সাহস,

এতো ভুল মানুষ করে 

তবু যেন সব আমারি দোষ। 

শেষমেশ সেই তো আবার ডাকলে কাছে 

আমাকে রাখলে গোপন পাতার ভাঁজে,

আমাকে রাখলে গোপন পাতার ভাঁজে। 

হুঁ.. হুঁ...

Amar Chalaki lyrics in English:

Jodi tomar kotha likhi

Tumi shunte chaibe ki?

Tumi vabo amar chalaki

Poridhir baire ami

Hatchi dekho amar sahos

Eto bhul manush kore

Tobu jeno sob amari dosh

Ami ki etoi kharap mondo baaje

Lagbena amake ki kono kaaje

Jodi tomar jole nami 

Tumi police dakbe ki?

Eto noy amar chalaki

Related Articles

0 Comments:

Produk by Category