The Tree Band
Shesh chirkut ar onuprerona ( শেষ চিরকুট আর অনুপ্রেরণা ) lyrics| Bassbaba Ft | Ei shohor theke | The Tree Band|
Shesh chirkut ar onuprerona Song by Bassbaba & Zahed:
- Song: Shesh chirkut ar onuprerona ( শেষ চিরকুট আর অনুপ্রেরণা )
- Vocal: Bassbaba & Zahed
- Album: Ei shohor theke
- Lyric, composition, music arrangement - Zahed
- Recorded at - Studio Big Bang
- Song mix - Zahed / Dewan Anamul Hasan Raju
- Mastering - Dewan Anamul Hasan Raju
- Album Artwork - Shafat / Sabbir bhai
- Photographer - Tamjidul Alam (FnF Photography)
Shesh chirkut ar onuprerona lyrics in Bengali:
আর কত রাত জেগে চোখ মেলে স্বপ্ন দেখা
খোলা আকাশে তাকিয়ে অবিরাম
আর কত হতাশায় পথ হেঁটে জীবন দেখা
সবকিছু হারানোর ভয়
হয়ত শুধু আমি ভুল ছিলাম
দেখা হয়নি তোমাদের চোখে
হিসেব মিলবে হারিয়ে গেলে
যখন সব শূন্য হবে
লিখে গেলাম শেষ চিঠি, হারাবার আর নেই বাকি
আমার না থাকায় বদলাবেনা এপিঠ অপিঠ
শুধু ভাবি মায়ের কথা, কান্নার রোল শেষ হবেনা
ক্ষমা চাওয়ার আর নেই কিছুই
হয়ত শুধু আমি ভুল ছিলাম
দেখা হয়নি তোমাদের চোখে
হিসেব মিলবে হারিয়ে গেলে
যখন সব শূন্য হবে
(BASSBABA)
তুই চোখ খুলেই যে স্বপ্ন দেখিস
হাতের মুঠোয় জীবন রাখিস
এমন করে বাঁচে ক’জন
আকাশ তোর শেষ সীমানা
হারাবার তোর নেই কিছুই
এখন শুধু সামনে হেঁটে যা
জানিস না তুই স্বপ্ন দেখার
এত সাহস হয়না সবার
সময় আসবে সত্য হবি তুই
সবার চোখে জীবন দেখে
সস্তা হয়ে বেঁচে থেকে
পাবিনা স্বপ্নের দেখা
0 Comments: