Headlines
Loading...
Nupur Baje (নূপুর বাজে) Lyrics || Tausif ||

Nupur Baje (নূপুর বাজে) Lyrics || Tausif ||

Nupur Baje Song By Tausif:



Nupur Baje Song Is Sung By Tausif.Nupur Baje lyrics in Bengali written by Tausif.




Song : Nupur Baje (নূপুর বাজে)

Singer : Tausif

Lyric, Tune & Composition :  Tausif

Language : Bangla

Label : Agniveena


Nupur Baje song lyrics in Bengali:


নির্ঘুম আমার কানে

তার নূপুর বাজে

মনে পড়ে যায় সেই বিকেলে

পেছনে রোদটাকে

ফেলে দু'জনে 

হেঁটে চলেছি সাঁঝ আলোতে

সে যে আঁকা আছে

মনের কড়িকাঠে

পাবো কি তাকে

আবার আপন করে


নির্ঘুম আমার কানে

তার নূপুর বাজে

মনে পড়ে যায় সেই বিকেলে


সোনালী রোদে বিকেল হলে

অস্থির এ মন ছুটে কোথায়.. [২বার]

খুঁজে ফিরি তাকে আমি

চেনা সেই পথে আমি

যেখানে দেখা হতো বারে বার


নির্ঘুম আমার কানে

তার নূপুর বাজে

মনে পড়ে যায় সেই বিকেলে



সাঁঝের আলো নিভে গেলে

গুনগুন গানে পাখির ডানায়..[২বার]

খুঁজে ফিরি তাকে আমি

একটা কথা বলতে আমি

আকাশ ছোঁয়া ভালোবাসা আমার



নির্ঘুম আমার কানে

তার নূপুর বাজে

মনে পড়ে যায় সেই বিকেলে

পেছনে রোদটাকে

ফেলে দু'জনে 

হেঁটে চলেছি সাঁঝ আলোতে

সে যে আঁকা আছে

মনের কড়িকাঠে

পাবো কি তাকে

আবার আপন করে


নির্ঘুম আমার কানে

তার নূপুর বাজে

মনে পড়ে যায় সেই বিকেলে

0 Comments:

Produk by Category