Headlines
Loading...
Keno Emon Hoy ( কেন এমন হয় ? ) Lyrics || Samz Vai ||

Keno Emon Hoy ( কেন এমন হয় ? ) Lyrics || Samz Vai ||

Keno Emon Hoy Song by Samz Vai :




Keno Emon Hoy Song Is Sung by Samz Vai.Keno Emon Hoy song Lyrics In Bengali Written by Samz Vai.



Song : Keno Emon Hoy

Singer : Samz Vai

Lyrics & Tune : Samz Vai

Music : Ankur Mahamud

DoP : Md. Sujon

Edit & Color : Bappi

Story & Directed by : Eagle Team

Label : Eagle Music


Keno Emon Hoy Song Lyrics In Bengali :


নীরবতা কেন ডাকে আমায় 

মাঝ সাগরে কষ্টের কিনারায়,

সাঁতার আমি জানি না 

হতাশ আমি তীরের আশায়,

কেউ দেখেনা অন্ধকারে  

জলে ভেজা চোখগুলারে,

হাসি কাঁদি স্মৃতির ঘোরে 

কেন এমন হয় ?


মাওলা আমি চাইছি পানা তোমার দরবারে

পরজনমে মিলাইয়া দিও মনের মানুষরে,

এই জীবনে সব হারাইলাম যাহার লাইগা রে

পরকালে পাই যেন বিধি আমি যে তারে ও..

পরকালে পাই যেন বিধি আমি যে তারে।। 


আমিও মানুষ সে ও মানুষ 

তফাৎ কেন হবে?

ইটের সাথে টিন মিলাইলে 

ঘর বাঁধে না ভবে, হায়রে, 

আমিও মানুষ সে ও মানুষ 

তফাৎ কেন হবে?

ইটের সাথে টিন মিলাইলে 

ঘর বাঁধে না ভবে। 


বামুন কি আর চাঁদের দেখা 

পায় কভু জীবনে,

ওজন ছাড়া মন মিলে না 

এই ভব সংসারে, হায়রে 

ওজন ছাড়া মন মিলে না 

এই ভব সংসারে। 


মাওলা আমি চাইছি পানা তোমার দরবারে

পরজনমে মিলাইয়া দিও মনের মানুষরে,

পরকালে পাই যেন বিধি আমি যে তারে।।


মনের সাথে মন মিলাইলে 

বিধি ও তাকিয়ে হাসে,

আমার মতো আছে কে আর 

না বুঝিয়া ফাঁসে।

মনের সাথে মন মিলাইলে 

বিধি ও তাকিয়ে হাসে,

আমার মতো আছে কে আর 

না বুঝিয়া ফাঁসে।


চাইলে কি আর ভালোবাসা স্বার্থ ছাড়া মেলে 

জানো না রে বোকা মন বিধি নিজের মতোই খেলে 

হায়রে,

জানো না রে বোকা মন বিধি নিজের মতোই খেলে। 


মাওলা আমি চাইছি পানা তোমার দরবারে

পরজনমে মিলাইয়া দিও মনের মানুষরে,

এই জীবনে সব হারাইলাম যাহার লাইগা রে

পরকালে পাই যেন বিধি আমি যে তারে ও..

পরকালে পাই যেন বিধি আমি যে তারে।। 

0 Comments:

Produk by Category