Firey to ashe na ( ফিরে তো আসে না ) Lyrics ||Shahbaz Khan pilu ||
Firey To Ashe na Song by Shahbaz Khan Pilu:
Firey To Ashe na song is sung by shahbaz Khan Pilu.Firey To Ashe na song lyrics in Bengali written by Asif Iqbal.
Song: Firey To Ashe na
Vocal and Composition: Shahbaz Khan Pilu
Lyrics: Asif Iqbal
Music: Meer Masum
Video Art work: Ibrahim Hossain
Animation: Ronesh Biswas
Record Label: Gaanchill Music
Firey To Ashe na song lyrics in Bengali:
সেই ভুলে ভরা ঐ দিনগুলো
স্মৃতি পাতায় উড়ে এলোমেলো
সেই তারা জ্বলা ঐ রাতগুলো
দুচোখে মায়ার দ্বীপ জ্বেলে গেলো
আমিতো ভুল করেও
ফিরে পাবো না
যা কিছু চলে যায়
ফিরে তো আসে না
তবু্ও মন কোনো
কিছুই মানে না
চলে গেছে যারা
তাদের ভোলে না
ছেলেবেলার বন্ধু রাজেশ
গল্প বলতো বেশ
কল্পনায় থাকতো মিশে
তার মুখর বাংলাদেশ
বহুদিন হয়নি কথা
দেখা নেই তার সাথে
হঠাৎ শুনি সে থমকে গেছে
গতকাল রাতে
আমিতো ভুল করেও
ফিরে পাবো না
যা কিছু চলে যায়
ফিরে তো আসে না
তবু্ও মন কোনো
কিছুই মানে না
চলে গেছে যারা
তাদের ভোলে না
ভালোবেসেছিলাম তাকে
যে ডুবে ছিলো গানে
জীবন নিয়ে লড়তে গিয়ে
সে সরেছিল অভিমানে
বহুদিন হয়নি কথা
ব্যস্ততায় ভুল করে
সেদিন শুনি সেও থমকে গেছে
একাকী ঘরে
আমিতো ভুল করেও
ফিরে পাবো না
যা কিছু চলে যায়
ফিরে তো আসে না
তবু্ও মন কোনো
কিছুই মানে না
চলে গেছে যারা
তাদের ভোলে না
সেই.......
0 Comments: