Headlines
Loading...
Ami morle jeno pai ( আমি মরিলে যে'ন পাই ) Lyrics || Fokir Saheb ||

Ami morle jeno pai ( আমি মরিলে যে'ন পাই ) Lyrics || Fokir Saheb ||

Ami morle jeno pai tomare go Song By Fokir Saheb:



Song : Ami morle jeno pai tomare go

Singer: Fokir Saheb


Ami morle jeno pai tomare go Song Lyrics In Bengali:


আমি মরিলে যে'ন পাই তোমারে পূর্ণ জন্ম লইয়া।

আমি মরলে এই করিও, আমার মরা না পোড়াইও,

না গাড়িও,

না দিও বাসাইয়া।

আমার বন্ধু বন্ধু,

বন্ধু বলে নাম দিস আমার কর্ণ মূলে।

তমাল ডালে বান্দিও আমারে,

আসব ফিরে পূর্ণ জন্ম লইয়া।

আমার প্রান বন্ধুয়া দেশে এলে,

বন্ধু তরা সবাই মিলে যাইও তারে তমাল তলায় লইয়া।

বলিস তোমার প্রেমে পড়ে পরান পাখি গেছে উড়ে,

শূন্য খাঁচা রইয়াছে পরে।

চন্ডিদাসের মরন হইল,

রজকিনি বাঁচাইল,

শ্বাসে কয় প্রেমের দোহায় দিয়া।

সাগর কয় ঐ পিরিতে যদি বন্ধুর চিত্তে গ।

নেয় যেন আবার জন্ম দিয়া।

আমি মরিলে যে'ন পাই তোমারে ও দরদি পূর্ণ জন্ম লইয়া।

0 Comments:

Produk by Category